মীর মুগ্ধের পরিবারের সঙ্গে রিজভীর সাক্ষাৎ
২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের পিতা এক আবেগঘন বার্তায় বলেন, “আমার ছেলে মুগ্ধের জীবনের বিনিময়ে ম্যাডাম খালেদা জিয়া (Khaleda Zia) মুক্তি পেয়েছেন; ম্যাডামের ক্ষুদ্র কর্মী হিসেবে এটাই আমার সার্থকতা।”
ঈদুল আজহার দিন, বিএনপির (BNP) সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর পক্ষ থেকে মীর মুগ্ধের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তাদের বাসায় যান। সেখানে তিনি ঈদের শুভেচ্ছা ও সমবেদনা জ্ঞাপন করেন এবং বিএনপির পক্ষ থেকে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
“মীর মুগ্ধ দেশের জন্য প্রাণ দিয়েছেন”
মীর মুগ্ধের বাবা আরও বলেন, “আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে, এটাই আমার গর্ব।” তিনি জানান, মুগ্ধের আত্মত্যাগ যেন দেশের রাজনৈতিক মুক্তি সংগ্রামে প্রেরণা হয়ে থাকে।
রিজভী বলেন, “মীর মুগ্ধের আত্মত্যাগ বিএনপির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তার পরিবারের পাশে আছি এবং থাকব।”
এই আবেগঘন সাক্ষাতে ঈদের আনন্দ যেমন ছিল, তেমনি ছিল গভীর বেদনা ও আত্মত্যাগের গৌরবময় স্মৃতি।