সম্প্রতি ফেসবুকে রিচ কমে যাওয়া এবং পোস্ট রিমুভ হওয়ার অভিযোগের পর, প্যারিসপ্রবাসী বাংলাদেশি মানবাধিকার কর্মী পিনাকী ভট্টাচার্য (Pinaki Bhattacharya) জানিয়েছেন যে, তার ফেসবুক পেজটি বর্তমানে সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে। তিনি অনুসারীদেরকে এখন ইউটিউবে তার কনটেন্ট অনুসরণ করতে আহ্বান জানিয়েছেন।
রিচ কমে যাওয়া ও পোস্ট সরিয়ে ফেলার অভিযোগ
পিনাকী ভট্টাচার্য একজন পরিচিত সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষক। ফেসবুকে তিনি নিয়মিতভাবে বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে মতামত প্রকাশ করতেন। তবে সম্প্রতি তার একাধিক পোস্টকে ‘হিংসা প্রচার’ হিসেবে চিহ্নিত করে ফেসবুক কর্তৃপক্ষ তা সরিয়ে দেয়। এর ফলে তার পেজের রিচ বা পোস্টের পৌঁছানোর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। আর এরপরও ফেসবুক কমিউনিটি স্টান্ডার্ড রীতি ভঙ্গের দায়ে এবার ঈদের দিন সাসপেন্ড করা হয়েছে পিনাকী ভট্টাচার্যের পেজটি।
ফেসবুক পেজ স্থগিত, ইউটিউবেই আপাতত সক্রিয় থাকবেন
পিনাকী ভট্টাচার্য জানান, তার ফেসবুক পেজ ইতোমধ্যে সম্পূর্ণরূপে স্থগিত করা হয়েছে এবং তিনি নিশ্চিত নন এটি পুনরুদ্ধার করা যাবে কি না। এ পরিস্থিতিতে তিনি আপাতত ইউটিউবে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার অনুসারীদের সেখানে কনটেন্ট অনুসরণ করতে আহ্বান জানিয়েছেন।