যুক্তরাজ্যে একসঙ্গে দেখা গেছে বাংলাদেশ আওয়ামী লীগের চার পলাতক সাবেক মন্ত্রীকে। তারা কফি নিয়ে আড্ডায় মশগুল ছিলেন এবং তাদের সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
মূলত, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ (Sultan Mahmud Sharif) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায়, তাকে দেখতে গিয়েই এই কফির আড্ডার আয়োজন হয়। হাসপাতালের ক্যান্টিনে আয়োজিত এই আড্ডায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান (Abdur Rahman), সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ (Dr. Hasan Mahmud), সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (Khalid Mahmud Chowdhury) এবং সাবেক শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী (Shafiqul Rahman Chowdhury)।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহসহ আরও অনেকে।
এই আড্ডার ছবি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী তার ফেসবুক পেজে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন।