বগুড়ায় পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণ এবং মাতলামির অভিযোগে স্বেচ্ছাসেবক দল (Jatiyatabadi Swechchhasebak Dal)-এর এক নেতা এবং তাঁর সঙ্গে থাকা দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে শহরের সাতমাথা এলাকায় এই ঘটনা ঘটে।
কী ঘটেছিল?
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর থানা (Sherpur Police Station)-এর ওসি শফিকুল ইসলাম (Shafiqul Islam) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে সাতমাথায় চা পান করতে যান। তখন স্বেচ্ছাসেবক দলের নেতা রুহুল আমিন ও তাঁর দুই সহযোগী মদ্যপ অবস্থায় সেখানে অবস্থান করছিলেন। গাড়িতে নারী দেখে তারা পরিচয় জানতে চান, যা নিয়ে ওসির সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়।
পুলিশের পদক্ষেপ
ওই সময় উপস্থিত সদর ফাঁড়ির পরিদর্শক সেরাজুল ইসলাম (Serajul Islam) রুহুল আমিনসহ তিনজনকে আটক করেন। পরে তাঁদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকের সনদে মদ্যপানের প্রমাণ পাওয়া যায়।
মামলার পরিণতি
বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন (S.M. Moinuddin) জানান, মাতলামি ও জনসাধারণকে উত্ত্যক্ত করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
বহিষ্কার করল স্বেচ্ছাসেবক দল
এ ঘটনায় বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরকার মুকুল জানান, “বগুড়া বিএনপির জন্য গুরুত্বপূর্ণ জায়গা, এখানে সংগঠনের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তাঁকে প্রশ্রয় দেওয়া হবে না।”