ফিলিস্তিনের গাজা ও রাফা অঞ্চলে ইসরায়েলের চলমান নৃশংস গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (Bangladesh Jatiotabadi Chatra Dal)। একইসঙ্গে শহীদ ও আহত ফিলিস্তিনিদের প্রতি গভীর সহমর্মিতা জানিয়ে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী পালিতব্য ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছে সংগঠনটি।
ইসরায়েলি হামলার নিন্দা
আজ রবিবার ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনী গাজা ও রাফায় ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে শিশু, নারী, বৃদ্ধসহ হাজারো নিরপরাধ মানুষ নিহত হয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার নাম মুছে ফেলতে মরিয়া হয়ে উঠেছে। অথচ আন্তর্জাতিক বিশ্ব এখনো নিরব দর্শকের ভূমিকা পালন করছে।”
কর্মসূচির ঘোষণা
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব (Rakibul Islam Rakib) ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির (Nasir Uddin Nasir) এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের এই বর্বরোচিত আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, “এমন ভয়ংকর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইসরায়েলের এই আগ্রাসনের প্রেক্ষিতে বিশ্ব সম্প্রদায়ের নির্লিপ্ত আচরণ আরও বেশি অমানবিক।”
এই প্রেক্ষাপটে ছাত্রদল আগামী মঙ্গলবার (৮ এপ্রিল) সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালিত হবে। একই দিন দুপুর ১২টায় প্রতিটি শহরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল বের হয়ে শহরের প্রাণকেন্দ্রে সম্মিলিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক দেশের সব ছাত্র এবং সচেতন নাগরিকদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।