বৈশাখ উদযাপনে বিশ্বশান্তির বার্তা
বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এবারের বৈশাখী উৎসব শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের শান্তি কামনায় উদযাপন করা হবে বলে জানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী (Mostofa Sarwar Farooki)।
আজ বুধবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি (Bangladesh Shilpakala Academy)-র জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন,
“বিশ্বের একটা দেশ ফিলিস্তিন (Palestine)। সেখানে যেভাবে গণহত্যা চলছে, এই পরিস্থিতিতে শুধুমাত্র দেশের জন্য শুভ কামনা করে নববর্ষ উদযাপন করতে পারি না। তাই আমরা সারা বিশ্বের শান্তি কামনা করে এবারের নববর্ষ উদযাপন করব।”
মঙ্গল শোভাযাত্রায় ব্যান্ড তারকাদের অংশগ্রহণ
ফারুকী আরও জানান, এবারের মঙ্গল শোভাযাত্রায় ২০০ জন বাংলাদেশি ব্যান্ড তারকা উপস্থিত থাকবেন। শোভাযাত্রার শুরুতে ‘From the river to the sea, Palestine will be free’ গান পরিবেশিত হবে। আশা করা হচ্ছে, এতে পাঁচ শতাধিক মিউজিশিয়ান অংশগ্রহণ করবেন।
তিনি বলেন, “সারা দেশে বিভিন্ন বয়সী মিউজিশিয়ানরা আছেন। তারা তাদের গিটার ও একটি প্যালেস্টাইনের পতাকা নিয়ে এই শান্তির বার্তা ছড়িয়ে দিতে শোভাযাত্রায় অংশ নিতে পারেন।”
সংস্কৃতি উপদেষ্টা সকল মিউজিশিয়ানকে এই ঐতিহাসিক আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানান।
ব্যান্ড শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
সংবাদ সম্মেলনে বাংলা ব্যান্ড মিউজিশিয়ানদের পক্ষ থেকে ওয়ারফেজ (Warfaze) ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু (Sheikh Monirul Alam Tipu) বলেন,
“চৈত্র সংক্রান্তি ও নববর্ষকে কেন্দ্র করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে আশাব্যঞ্জক।”
তিনি আরও জানান, এ বছর বৈশাখের শোভাযাত্রা আরও বড় ও বৈচিত্র্যময় হবে। এই আয়োজনের অন্যতম আকর্ষণ হবে তারুণ্য নির্ভর ব্যান্ড সংগীতের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সময়োপযোগী বার্তা।
শতাধিক শিল্পীর অংশগ্রহণে বৈশাখী উৎসব এক নতুন মাত্রা পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।