দুর্নীতি দমন কমিশন (Anti-Corruption Commission) এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন (Mohammad Abdul Momen) এর সঙ্গে হঠাৎ করেই সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP) এর উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah) ও সারজিস আলম (Sarjis Alam)।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটে তারা রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান শেষে আড়াইটার দিকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ জানান, ‘আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি এবং তা লিখিতভাবে জমা দিয়েছি।’ তবে অভিযোগের বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা অতি গোপনীয়।’
অভিযোগ কার বিরুদ্ধে করা হয়েছে—এই প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ‘এটা ভেরি কনফিডেনসিয়াল। এখন কনফিডেনসিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনসিয়াল থাকল না। তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।’
অন্যদিকে সারজিস আলম বলেন, ‘অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এখন আমরা সেটি প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, তা লিখিত আকারে দিয়েছি।’
তাদের এই আকস্মিক আগমন এবং অভিযোগের গোপনীয়তা ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।