‘মঙ্গল শোভাযাত্রা’র নতুন নাম ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

চারুকলা অনুষদের সিদ্ধান্তে নববর্ষের শোভাযাত্রার নতুন নাম

দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে আসা ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ (University of Dhaka Faculty of Fine Arts)। এবার থেকে এই শোভাযাত্রার নতুন নাম রাখা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

এই ঘোষণা দেওয়া হয় আজ শুক্রবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ (Professor Dr. Md. Azharul Islam Sheikh), যিনি বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য-সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন:

  • অধ্যাপক নিয়াজ আহমদ খান (Professor Niaz Ahmad Khan), উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • অধ্যাপক ড. সায়মা হক বিদিশা (Professor Dr. Saima Haque Bidisha), প্রো-উপাচার্য (প্রশাসন) ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক
  • অধ্যাপক ড. মামুন আহমেদ (Professor Dr. Mamun Ahmed), প্রো-উপাচার্য (শিক্ষা)
  • অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী (Professor M. Jahangir Alam Chowdhury), কোষাধ্যক্ষ
  • অধ্যাপক এ এ এম কাওসার হাসান (Professor A.A.M. Kawsar Hasan), শোভাযাত্রার উপ-কমিটির সদস্য-সচিব
  • প্রক্টর সাইফুদ্দীন আহমদ (Proctor Saifuddin Ahmed)

এছাড়াও কেন্দ্রীয় সমন্বয় কমিটি ও উপ-কমিটিসমূহের সদস্যরাও উপস্থিত ছিলেন।

‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, এবার ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলা নববর্ষ উদযাপনের অংশ হিসেবে চারুকলা অনুষদ প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করছে। এবারকের শোভাযাত্রা পূর্বের যেকোনো বছরের তুলনায় আরও বৃহৎ, বৈচিত্র্যময় ও জাঁকজমকপূর্ণ হবে বলে জানানো হয়েছে।

এই শোভাযাত্রায় থাকবে নানা রঙ ও জাতিসত্তার প্রতিনিধিত্ব, যা দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

চৈত্রসংক্রান্তির আয়োজন

এছাড়া ১৩ই চৈত্র, অর্থাৎ রোববার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চারুকলা অনুষদের বকুলতলা (Bakultala of Faculty of Fine Arts) প্রাঙ্গণে আয়োজন করা হবে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান। এই আয়োজনের মধ্য দিয়ে বাংলা বছরের শেষ দিনটিকে রঙিনভাবে বিদায় জানানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *