অন্তর্বর্তী সরকারের সময়েই বিচার বিভাগের কাঠামোগত উন্নয়ন ও বিচারক সংকট নিরসনসহ প্রয়োজনীয় সকল সংস্কার সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ড. আসিফ নজরুল (Dr. Asif Nazrul)। শনিবার (১২ এপ্রিল) সকালে বান্দরবান (Bandarban) জেলা ও দায়রা জজ আদালতের সম্প্রসারণের জন্য ভবন নির্মাণস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
বিচারক সংকট ও এজলাস সংকট নিরসনের অঙ্গীকার
আইন উপদেষ্টা বলেন, “প্রতিটি জেলায় এখন এজলাস সংকট এবং বিচারকের অভাব একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা এই অন্তর্বর্তী সময়েই এসব সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে চাই।”
বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়
পরিদর্শন শেষে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত (Bandarban District and Sessions Judge Court)-এর মিলনায়তনে বিচারক ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ড. আসিফ নজরুল।
দুই দিনের সফরে বান্দরবানে অবস্থান
উল্লেখ্য, শুক্রবার (১১ এপ্রিল) দুই দিনের সফরে পার্বত্য জেলা বান্দরবানে পৌঁছান আইন উপদেষ্টা। সফরের প্রথম রাতে তিনি নীলগিরি পর্যটন কেন্দ্র (Nilgiri Tourist Center)-এ রাত্রিযাপন করেন। শনিবার সকালে আদালতের ভবন নির্মাণ এলাকা পরিদর্শন শেষে তিনি ঢাকায় ফিরে যান।