পঞ্চগড়ের আটোয়ারীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন (Saddam Hossain)-এর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা ঘিরে তৈরি হয়েছে রহস্য ও উদ্বেগ। সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিদগ্ধ হয় বাড়ির উঠানে থাকা খড় রাখার টিনশেডের ঘরটি। ঘটনার সময় সাদ্দামের বাবা-মা সহ পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন, তবে তারা অক্ষত রয়েছেন।
স্থানীয়রা জানান, রাত একটার কিছু পরে হঠাৎ আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন আশপাশের লোকজন। সঙ্গে সঙ্গে তারা পরিবারের সদস্যদের ডেকে তোলেন এবং আগুন নেভাতে এগিয়ে আসেন। দ্রুত খবর দেওয়া হয় বোদা ফায়ার সার্ভিসকে, যারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বোদা ফায়ার সার্ভিস-এর ইন্সপেক্টর রায়হান ইসলাম জানান, রাত দেড়টার দিকে তারা খবর পান এবং দুটি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার ভাষ্য, “আগুনে প্রাথমিকভাবে এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। তবে আগুন কীভাবে লেগেছে, সেটি এখনো স্পষ্ট নয়। আমরা তদন্ত করছি।”
অন্যদিকে, আটোয়ারী থানা-র ওসি রফিকুল ইসলাম সরকার জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তিনি বলেন, “কে বা কারা এই আগুন দিয়েছে, সে বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি।”
ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য বা ব্যক্তিগত দ্বন্দ্ব আছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে স্থানীয় মহলে। উল্লেখ্য, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বর্তমানে পলাতক রয়েছেন, যা পুরো ঘটনাকে আরও রহস্যজনক করে তুলেছে। যদিও কেউ এখনো এই আগুন লাগানোর দায় স্বীকার করেনি।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি না হলেও, রাজনৈতিকভাবে স্পর্শকাতর এই ঘটনাটি ঘিরে চলছে নানা আলোচনা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা না গেলেও, স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর নজর এখন সাদ্দামের গ্রামের বাড়ির এই অগ্নিকাণ্ডের দিকেই।