আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে বিচার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (Shahid Uddin Chowdhury Annie)। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় তিনি বলেন, “আমরা দ্রুত দৃশ্যমান বিচার দেখতে চাই।”
উক্ত প্রতিনিধি সভাটি অনুষ্ঠিত হয় আমান উল্যাহপুর আয়েশা দাখিল মাদরাসা প্রাঙ্গণে, যেখানে ইউনিয়ন বিএনপি আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেন।
তিনি বলেন, “হাসিনা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু হাসিনার অর্থ এখনো দেশে। বিচার এখনো দৃশ্যমান নয়, আর অনেক অপরাধী এখনো ধরাছোঁয়ার বাইরে। আমরা দেখতে চাই দ্রুত বিচার এবং সেইসঙ্গে নির্বাচনপূর্ব রাজনৈতিক সংস্কার। কারণ বিচার এবং সংস্কার ছাড়া দেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়।”
এ্যানির বক্তব্যে আওয়ামী লীগকে ‘দুঃশাসন’ ও ‘দুর্নীতির মূল উৎস’ হিসেবে আখ্যায়িত করা হয়। তার দাবি, “আওয়ামী লীগ যদি আবার হঠাৎ ঝটিকা মিছিল করে ক্ষমতা দখলের চেষ্টা করে, তাহলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে। এরা ক্ষমতায় এসে জনগণের ক্ষতি ছাড়া কিছুই করে না।”
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ অতীতের ভুল স্বীকার তো দূরের কথা, বরং এখনো আগ্রাসী হুমকির ভাষায় কথা বলে। “জনগণ এখন সচেতন, তারা আর সেই সুযোগ দেবে না,” বলেন এ্যানি।
বিএনপির এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন দেশে রাজনৈতিক উত্তেজনা নতুন করে উঁকি দিচ্ছে। নির্বাচনপূর্ব সময়ে বিভিন্ন দল বিচার ও সংস্কারের দাবি তুলছে, আর রাজনৈতিক ভবিষ্যতের হিসাব-নিকাশে উত্তপ্ত হয়ে উঠছে মাঠের রাজনীতি।