জাতীয় পার্টির চেয়ারম্যান পদ নিয়ে চলমান বিরোধ আরও জোরালো আকার ধারণ করেছে। দলটির রওশনপন্থী অংশের নেতাকর্মীরা রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের মূল দাবি—দলীয় চেয়ারম্যান হিসেবে থাকা জিএম কাদের (GM Quader)-এর অবিলম্বে গ্রেপ্তার।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জিএম কাদের অনৈতিকভাবে জাতীয় পার্টির নেতৃত্ব দখল করে রেখেছেন। তার বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য, চাঁদাবাজি, বিদেশে অর্থ পাচার, এমনকি পদ বাণিজ্যের মতো গুরুতর অভিযোগ তোলেন তারা। নেতারা বলেন, এসব অপকর্মের মাধ্যমে তিনি শুধু দলের ভাবমূর্তিই ক্ষুণ্ন করেননি, দলের সাংগঠনিক কাঠামোও ভেঙে দিয়েছেন।
রওশনপন্থী অংশ দাবি করে, দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে জিএম কাদেরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করে সেগুলোর সত্যতা পেয়েছে। এই অবস্থায় তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সুনীল শুভ রায় বলেন, “দুদকের তদন্তেই প্রমাণিত, জিএম কাদের দুর্নীতিতে জড়িত। আর আমরা চাই, অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক।”
এ সময় প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম খুশু, তথ্য ও গবেষণা সম্পাদক ইদ্রিস আলীসহ ঢাকা মহানগর এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই দাবি উপেক্ষিত হলে, জাতীয় পার্টির নেতাকর্মীরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।”