“জুলাই আন্দোলনের অর্জন ম্লান করেছে সমন্বয়করা, এনসিপির তানভীরকে জিজ্ঞাসাবাদ করলে রাঘববোয়ালদের নাম বেরিয়ে আসবে”

গণঅধিকার পরিষদ (Gonodhikar Parishad)-এর উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ অভিযোগ করেছেন, জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সমন্বয়কারীরা পরে তদবির ও টেন্ডার বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলনের মূল অর্জনকেই প্রশ্নবিদ্ধ করেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কিশোরগঞ্জের করিমগঞ্জে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে এসব অভিযোগ তোলেন তিনি।

তিনি বলেন, “তানভীর নামে এক সমন্বয়ক সচিবালয়ে ডিসি নিয়োগসহ এনসিটিবির ৪০০ কোটি টাকার দুর্নীতিতে জড়িত ছিলেন। যদিও তাকে এনসিপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সরকারের উচিত তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা। তাহলেই অনেক রাঘববোয়ালের নাম বেরিয়ে আসবে।”

এই বক্তব্যের পটভূমি ছিল করিমগঞ্জ কলেজের সামনে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, যেখানে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ (Awami League) ও তাদের সহযোগী রাজনৈতিক গোষ্ঠীগুলোর নিষিদ্ধের দাবি জানানো হয়। আয়োজক ছিল বাংলাদেশ যুব অধিকার পরিষদ, করিমগঞ্জ উপজেলা শাখা।

আবু হানিফ আরও বলেন, “জুলাই আন্দোলনে আওয়ামী লীগ ও তার দোসররা দেশে গণহত্যা চালিয়েছে। এই অপরাধের বিচার না করে সরকার যদি নিরব থাকে, তাহলে আগামীতে আরও ভয়াবহ পরিস্থিতি আসবে। যারা এই গণহত্যাকারীদের পুনর্বাসনের চেষ্টা করছে, তাদেরকেই রুখতে হবে। এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হওয়া উচিত গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা।”

এসময় তিনি দেশের কৃষকদের দুরবস্থার দিকেও আলোকপাত করেন। বলেন, “কিশোরগঞ্জ একটি কৃষিনির্ভর জেলা, যেখানে হাওর অঞ্চলে বোরো ধান চাষ বেশি হয়। এখন ভরা মৌসুমে কৃষকরা ধানের সঠিক মূল্য না পেয়ে হতাশ। উৎপাদন খরচের তুলনায় বিক্রয়মূল্য কম হওয়ায় লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের উচিত সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা এবং মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের হাত থেকে বাজারকে রক্ষা করা।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম-আহ্বায়ক অভি চৌধুরী, করিমগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ সামসুল আলম, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আনাস মিয়া এবং করিমগঞ্জ পৌর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব সালাউদ্দিন আইউবী প্রমুখ।

এই সমাবেশে বক্তারা জুলাই গণআন্দোলনের চেতনাকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান এবং দলীয় স্বার্থে রাজনীতি না করে জনগণের অধিকার ও দেশের ভবিষ্যতের কথা মাথায় রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *