চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান (Mohammad Shahjahan)। তবে অনুষ্ঠান চলাকালে এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, যখন মঞ্চের একেবারে সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগ-এর সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল (Abdus Samad Bokul) বসে থাকতে দেখা যায়।
গণমাধ্যমকর্মীরা ছবি তুলতে এগিয়ে গেলে তিনি পরিস্থিতি আঁচ করে সটকে পড়েন। এ ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত সামাজিক, রাজনৈতিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস অভিযোগ করে বলেন, অনুমতি ছাড়া কোনো ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ থাকার পরও কৃষক লীগ সভাপতির উপস্থিতি প্রমাণ করে যে স্বৈরাচারী দোসর এখনো পুলিশের ভেতরে সক্রিয়। তিনি আরও বলেন, “তাদের খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে।”
এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম (Tasikul Islam)। তিনি জানান, বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তদন্তের আশ্বাস দিয়েছেন। তসিকুল ইসলাম অতীতে আওয়ামী লীগের দখলদারি ও অত্যাচারের প্রসঙ্গ টেনে এনে বলেন, “ফ্যাসিবাদী নেতৃত্বের এমন প্রকাশ্যে উপস্থিতি লজ্জাজনক।”
একজন প্রবীণ বিএনপি নেতা আরও অভিযোগ করে বলেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওয়ামী লীগ পুনর্বাসনের কাজ করছেন, যার ফলশ্রুতিতে আইনশৃঙ্খলা সভায় আওয়ামীপন্থী নেতার উপস্থিতি দেখা গেছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান (Motiur Rahman) সাংবাদিকদের জানান, দাওয়াত ছাড়া অনেকে সভায় প্রবেশ করেছে এবং তাদের মধ্যে আওয়ামী লীগের লোকজনও থাকতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে বলেও তিনি আশ্বস্ত করেন।
সুধী সমাবেশে উপস্থিত অতিথিদের করা মোট ২৮টি অভিযোগের উত্তর দেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম (Md. Rezaul Karim), জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি লতিফুর রহমান (Latifur Rahman), বিএনপি নেতা নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্দির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাসসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।