এনসিপি (NCP) নেতা সারজিস আলম (Sarjis Alam) আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের (Dr. Yunus) সাম্প্রতিক মন্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এক বক্তব্যে সারজিস আলম বলেন, “ডক্টর ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন।”
তিনি অভিযোগ করেন, ড. ইউনূসের বক্তব্যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না সেই সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি নিজের হাতে নেওয়ার ইঙ্গিত রয়েছে, যা সম্পূর্ণভাবে জনগণের অধিকার লঙ্ঘন। সারজিস আলম জোর দিয়ে বলেন, “এই দেশের মানুষ আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয়।” তিনি স্মরণ করিয়ে দেন, ৫ আগস্টের ঘটনাপ্রবাহে জনগণ আওয়ামী লীগের প্রতি তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।
তিনি আরও বলেন, প্রয়োজনে আবারো গণভোটের মাধ্যমে জনগণের রায় নেওয়া উচিত, যেখানে সিদ্ধান্ত হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কি না। তবে কোনোভাবেই আওয়ামী লীগকে নিজেদের সিদ্ধান্ত নিজে নেয়ার সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।
ড. ইউনূসের প্রতি কড়া ভাষায় বার্তা দিয়ে সারজিস আলম বলেন, “তাকে মনে রাখতে হবে, তাকে ক্ষমতায় বসিয়েছে এই দেশের মানুষ, আমেরিকা বা ইউরোপ নয়। কাজেই দেশের মানুষের কথা শুনেই দেশ চালাতে হবে, বাইরের দেশের নয়।”
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল নয়, বরং “একটি সন্ত্রাসী সংগঠন” হিসেবে চিহ্নিত করেন তিনি। এনসিপি নেতার দাবি, যারা আওয়ামী লীগের ফিরে আসার জন্য সহায়তা করবে, তারা “গাদ্দার” হিসেবে গণ্য হবে।
ড. ইউনূসকেও সতর্ক করে সারজিস আলম বলেন, “ইউনূস যদি আওয়ামী লীগের পক্ষেও কথা বলেন, আমরা তার বিরুদ্ধে দাঁড়াতে এক সেকেন্ডও দেরি করবো না।”
সারজিস আলমের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে, বিশেষ করে এমন সময়ে যখন নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে দেশজুড়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে।