সুনামগঞ্জের জগন্নাথপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ (Chhatra League) নেতাকর্মীরা। সোমবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার সৈয়দপুর বাজার এলাকায় এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে, যা এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি করেছে।
আহতরা হলেন—সৈয়দপুর হারিকোণা গ্রামের মো. তায়েন মিয়া ও মিল্লাত খান, উভয়েই সিলেটের বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী। হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল (Osmani Medical College Hospital)-এ ভর্তি করেন। তাঁদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় তায়েন ও মিল্লাত নদীতে মাছ শিকার করতে গিয়েছিলেন। রাত আনুমানিক ২টার দিকে সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ জীবান, ছাত্রলীগ নেতা সৈয়দ তায়েক, কর্মী অলিউর রহমান ও আসাদুর রহমান ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালান। দুই আন্দোলনকর্মীকে কুপিয়ে রক্তাক্ত করার পর হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।”
স্থানীয়রা এই হামলার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। একাধিক মানবাধিকার সংগঠন ইতিমধ্যেই ঘটনাটিকে সংগঠিত রাজনৈতিক সহিংসতা হিসেবে অভিহিত করেছে। হামলাকারীদের শাস্তির দাবিতে সামাজিক মাধ্যমে প্রতিবাদ বাড়ছে।