দীর্ঘ চার মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া, নেতাকর্মীদের ঢল বিমানবন্দরে

যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে কাতারের রাজপরিবারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

খালেদা জিয়ার দেশে ফেরার খবরে সকাল থেকেই উৎসবে মেতেছে বিএনপি (BNP) নেতাকর্মীরা। বিমানবন্দর এলাকা থেকে শুরু করে আশেপাশের সড়কগুলো পর্যন্ত নেতাকর্মীদের স্লোগান আর শুভেচ্ছার প্ল্যাকার্ডে মুখর হয়ে ওঠে। জাতীয় পতাকা, চেয়ারপারসনের ছবি এবং নানা রঙের প্লেকার্ড হাতে নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে আছেন হাজারো নেতা-কর্মী। তবে যান চলাচলে বিঘ্ন না ঘটাতে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের ফুটপাতে অবস্থানের নির্দেশনা দেয়া হয়েছে।

খালেদা জিয়ার অভ্যর্থনায় গোটা রাজধানীতে সুসংগঠিত প্রস্তুতি নিয়েছে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো। দলীয় পরিকল্পনা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর বিএনপি বিমানবন্দর থেকে লো মেরিডিয়েন হোটেল পর্যন্ত, ছাত্রদল লো মেরিডিয়েন হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত, যুবদল খিলক্ষেত থেকে হোটেল র‌্যাডিসন পর্যন্ত অবস্থান নিয়েছে।

এছাড়াও, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি র‌্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত, স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত, কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত এবং শ্রমিক দল কাকলী মোড় থেকে বনানীর শেরাটন হোটেল পর্যন্ত দায়িত্ব পালন করছে।

ওলামা দল, তাঁতী দল, জাসাস ও মৎস্যজীবী দল শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত এবং পেশাজীবী সংগঠনগুলো বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২ পর্যন্ত এলাকা জুড়ে রয়েছে। মহিলা দল অবস্থান করছে গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত।

সব মিলিয়ে, খালেদা জিয়ার আগমন ঘিরে সারা রাজধানী যেন আবেগ ও উচ্ছ্বাসে এক অনন্য পরিবেশে রূপ নিয়েছে। দলীয় নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *