আজাদ কাশ্মিরসহ বিভিন্ন এলাকায় ভারতের হামলায় প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (Shehbaz Sharif)। বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “গতকাল রাতে ভারত আমাদের ওপর হামলা চালিয়ে বড় ভুল করেছে। আগ্রাসনের জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।”
শেহবাজ আরও জানান, ভারতের হামলায় অন্তত ২৬ জন পাকিস্তানি নিহত হয়েছেন, যার মধ্যে সাত বছরের একটি শিশুও রয়েছে। তিনি বলেন, “আমরা শহীদদের পরিবারের পাশে আছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। আমরা ঘোষণা করছি, শহীদদের প্রতিটি ফোঁটা রক্তের হিসাব রাখা হবে।”
পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজি এফ আইয়ের (DGFI) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী (Lt. Gen. Ahmed Sharif Chaudhry) অবশ্য নিহতের সংখ্যা আরও বেশি বলে জানান। তিনি নিশ্চিত করেন, সীমান্তে ভারতের হামলায় মোট ৩১ জন প্রাণ হারিয়েছেন।
ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করে আহমেদ শরীফ বলেন, “আমাদের সেনারা অসাধারণ দক্ষতা ও বীরত্ব দেখিয়েছে। তারা দেখিয়েছে কীভাবে শত্রুর আঘাতে যথাযথ জবাব দিতে হয়। আমরা আমাদের সাহসী সৈনিকদের স্যালুট জানাই।”
পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা হামলার বিষয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া আসে। শেহবাজ শরীফ সরাসরি ভারতকে দায়ী করে বলেন, “এই হামলার জন্য ভারতকে ভুগতে হবে। গতরাতে যে রক্ত ঝরেছে, তার প্রতিটি ফোঁটার বদলা নেওয়া হবে। ভারত হলো কাপুরুষ শত্রু, যারা নিরস্ত্র সাধারণ মানুষের ওপর হামলা চালায়। কিন্তু পাকিস্তান দেখিয়েছে, কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়। পুরো জাতি আজ আমাদের সেনাদের সাহসিকতাকে স্যালুট জানায়।”
ভারতের দাবি প্রত্যাখ্যান করে শেহবাজ বলেন, পাকিস্তানের কাশ্মিরের হামলায় কোনো সংশ্লিষ্টতা নেই। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভারত যাই করুক না কেন, কাশ্মিরের বাস্তবতা বদলাতে পারবে না।”
ঘটনাটিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। আন্তর্জাতিক মহল এ সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।