নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী (Dr. Selina Hayat Ivy)-র বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটিরে এই ঘটনা ঘটে। অভিযান চালানোর সময় আইভীর গ্রেপ্তারের খবরে রাস্তায় নেমে আসেন তার শত শত কর্মী ও স্থানীয় বাসিন্দারা। ফলে পুরো দেওভোগ এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার (Pratyush Kumar Majumder) বিষয়টি নিশ্চিত করে জানান, “আইভীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই এই অভিযান চলছে।” তিনি আরও বলেন, “এখনও তাকে আটক করা সম্ভব হয়নি, পরে বিস্তারিত জানানো হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল রাতের আঁধারে চুনকা কুটিরে প্রবেশ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রাস্তায় নেমে আসে। মুহূর্তেই এলাকার দুইটি প্রধান সড়ক ঠেলাগাড়ি, বাঁশ, ভ্যানগাড়ি দিয়ে অবরুদ্ধ করে দেওয়া হয়, যাতে পুলিশ বের হতে না পারে। পুলিশের গাড়িগুলোকেও রাস্তায় আটকে রাখা হয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে, রাত ১১টার দিকে পুলিশের একাধিক গাড়ি চুনকা কুটিরের সামনে এসে থামে। পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করতেই মাইকে ঘোষণা দেওয়া হয়, ‘সবাই রাস্তায় নেমে আসুন, আইভী আপাকে রক্ষা করুন’। এরপর স্থানীয় জনতা বিক্ষোভ শুরু করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশ এখনও বাড়ির ভেতরে অবস্থান করছে এবং আইভীও সেখানে রয়েছেন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।