মুজিবের করা ১৯৭৪ সালের কালো আইনের ১৯ ধারা অনুসারে সরকার চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সম্ভাবনার কথা সরাসরি উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকূপা শহরের নতুন বাজার এলাকায় শৈলকূপা বণিক সমিতির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, গণহত্যাকারী দল এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

আসাদুজ্জামান বলেন, জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে যে, জুলাই বিপ্লবে আওয়ামী লীগ দুই হাজার মানুষ হত্যা ও ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছিল। তিনি উল্লেখ করেন, শেখ মুজিবুর রহমানের সময় করা ১৯৭৪ সালের কালো আইনের ১৯ ধারা অনুসারে সরকার চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে।

তিনি বলেন, গত ১৭ বছরে দেশে ৭০০ খুন, সাড়ে চার হাজার বিচারবহির্ভূত হত্যা এবং ৬০ লাখ মানুষের বিরুদ্ধে গায়েবি মামলা হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধের সমতুল্য। তার মতে, এসব অপরাধের পরিপ্রেক্ষিতে জনগণ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের বিচার দাবি করছে।

অ্যাটর্নি জেনারেল আরো বলেন, আওয়ামী লীগ ও তার দোসররা যতই ষড়যন্ত্র করুক, সংবিধান ও আইনের হাত দীর্ঘ এবং তাদের বিচার হবেই। লক্ষ-কোটি জনগণ এখনো রাজপথে সেই ন্যায়বিচারের অপেক্ষায়। তিনি প্রতিশ্রুতি দেন, গুম, খুন ও বিচারহীনতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না হলে শহীদ মুগ্ধ ওয়াসিম ও শিশু আনাসের আত্মার প্রতি বেঈমানি হবে।” এ জন্য নতুন আইন প্রণয়নের কথাও ভাবা হচ্ছে যাতে এই সকল হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়।

শৈলকূপা বণিক সমিতির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন (Moyazzem Hossain), ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী কন্ট্রোলার ড. ওয়ালিদ হাসান পিকুল (Walid Hasan Pikul)সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *