আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় দখল করে এনসিপির দলীয় অফিস ঘোষণা

ভোলার চরফ্যাশনে নাটকীয় ঘটনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১০ মে) দুপুরে উপজেলার কলেজ রোডে অবস্থিত পরিত্যক্ত আওয়ামী লীগের (Awami League) তিনতলা ভবন দখল করে সেখানে এনসিপির সাইনবোর্ড টাঙিয়ে নিজেদের দলীয় কার্যক্রম শুরু করেছে দলটির নেতাকর্মীরা।

সরকার পতনের পর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কার্যালয়টি হঠাৎ করেই সরগরম হয়ে ওঠে। স্থানীয় সূত্র জানায়, সরকারের পতনের প্রায় নয় মাস পর অহিদ ফয়সাল নামের এক ব্যক্তি ‘এনসিপির চরফ্যাশন উপজেলা প্রতিনিধি’ পরিচয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভবনটিতে প্রবেশ করে তা দখলে নেন।

পরবর্তীতে ওই ভবনে এনসিপির অফিসের ব্যানার ঝুলিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। এনসিপি নেতা অহিদ ফয়সাল জানান, চরফ্যাশনে দলীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য আমজাত হাবিব, নুরে আলম নাসিম, শরিফ হোসাইন ও মো. শাহাবুদ্দিনসহ একদল নেতাকর্মীর সমন্বয়ে ভবনটি দখল করা হয়েছে। এখান থেকেই চরফ্যাশন অঞ্চলের এনসিপির সকল সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হবে বলে জানান তিনি।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ ভবনটি নতুন করে ব্যবহারের উদ্যোগকে স্বাগত জানালেও, অনেকে দখল প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। ভবিষ্যতে এই ইস্যু কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *