৭১ এ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার জন্য জামায়াত ইসলামীকে ক্ষমা চাইবার কথা বলে, অনলাইনে জামায়াত শিবিরের নোংরা আক্রমনের শিকার হন উপদেষ্টা মাহফুজ। আর বাংলাদেশে জামায়াত ইসলামী এবং নিষিদ্ধ আওয়ামীলীগ এমন দুইটি দল, যারা রাজনৈতিক তর্ক বির্তকে যুক্তি কিংবা তর্কের চাইতে প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যক্তিগত আক্রমন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর এমনটিই করছেন উপদেষ্টা মাহফুজের বিরুদ্ধে। জামায়াত ইসলামকে ক্ষমা চাইতে হবে, বলার পর থেকে , কেন ক্ষমা চাইবে না জামায়াত ইসলাম সেই তর্কে না গিয়ে দলটির নেতা কর্মীরা অনলাইনে উল্টো উপদেষ্টা মাহফুজের পরিবারকে নানা আজে বাজে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত হন, আর পরিপ্রেক্ষিত মাহফুজ আলম এক পর্যায়ে ধৈর্য হারিয়ে ফেসবুকে একটি পোষ্ট দেন, অবশ্য পোষ্টটি করার কিছুক্ষন পরেই তিনি তা সরিয়ে ফেলেন, মাহফুজ আলমের সেই পোষ্ট হুবহু তুলে ধরা হলো …
আমাকে নিয়ে নোংরামি করতেসো, ঝামেলা নাই। ফ্যামিলি টাইনো না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা। এটা লাস্ট ওয়ার্নিং। আর, যে চুপা শিবিররা এ সরকারে পদ বাগাইসো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তানপন্থা জারি রাখসো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভুগবা।
যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না, তাদের আমি সহনাগরিক মনে করিনা। পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে, সেখানেই আঘাত করা হবে। আমৃত্যু!
ঢাবিতে এ রাজাকারদের আগে ঠেকানো হবে, যারা এদের স্পেস দিসে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করসে!
