কোটি টাকার দুর্নীতির অভিযোগে শামীম ওসমান ও পরিবারের সদস্যদের দুদকে তলব

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান (Shamim Osman), তার স্ত্রী সালমা ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা এবং ছেলে ইমতিনান ওসমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (Anti-Corruption Commission)। আগামী সোমবার, ১২ মে তাদেরকে হাজির হতে বলা হয়েছে।

দুদকের উপপরিচালক রেজাউল করিমের স্বাক্ষরিত তলবি চিঠির মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়। অনুসন্ধান দলের অন্য সদস্যদের মধ্যে আছেন সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং পিয়াস পাল।

শামীম ওসমান ও তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই রয়েছে একাধিক অভিযোগ—যার মধ্যে রয়েছে টেন্ডার সিন্ডিকেট, চাঁদাবাজি, পরিবহন ও পাট ব্যবসা থেকে কমিশন আদায়, দলীয় মনোনয়ন বাণিজ্য, জমি দখল এবং সরকারি অর্থ আত্মসাৎ। শুধু দেশে নয়, বিদেশেও সম্পদের জাল বিস্তার করেছে বলে অভিযোগ উঠেছে এই পরিবারের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা এবং দুবাইয়ে ব্যবসা পরিচালনার কথাও উঠে এসেছে তদন্তে।

রাজনীতিতে শামীম ওসমানের উত্থান ঘটে ১৯৯৬ সালের ৭ম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মাধ্যমে। তখন তার সম্পদের পরিমাণ ছিল তুলনামূলকভাবে কম। ২০০১ সালে ক্ষমতা পরিবর্তনের পর তিনি ভারত পালিয়ে যান এবং ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ফিরে আসেন। এরপর বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালের হলফনামা অনুযায়ী, তার ছিল মাত্র ১০ শতাংশ কৃষি জমি, একটি দোতলা বাড়ি, এবং উত্তরায় ৯ কাঠা জমি। তখন তার বার্ষিক আয় ছিল ২৭ লাখ টাকা। কিন্তু সময়ের ব্যবধানে এই চিত্র পাল্টে যায়। বর্তমানে তার মালিকানায় রয়েছে ১২৩ শতাংশ কৃষি জমি, ১০ শতাংশ অকৃষি জমি, পূর্বাচলে একটি ১০ কাঠার প্লট এবং দুটি বিলাসবহুল ল্যান্ডক্রুজার গাড়ি। তার বার্ষিক আয় এখন ৭৯ লাখ টাকা ছাড়িয়েছে।

অভিযোগ রয়েছে, তিনি নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন—যার মধ্যে রয়েছে ১৩টি পণ্যবাহী জাহাজ এবং একাধিক জ্বালানি আমদানি ও পরিবহন কোম্পানি। “নসিব পরিবহন” নামের একটি প্রতিষ্ঠান জোর করে দখল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নারায়ণগঞ্জ ক্লাব ও চাষাড়া ক্লাবও দখল করে নিয়েছিল এই পরিবার।

এছাড়া জানা গেছে, তার মেয়ে কানাডার নাগরিক।

এর আগে, ২০২৪ সালের ১৫ জানুয়ারি দুদক ১৯৩ কোটি টাকার মানি লন্ডারিং ও আত্মসাতের অভিযোগে শামীম ওসমান, স্ত্রী সালমা ওসমান লিপি এবং শ্যালক তানভীর আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

এদিকে গায়েবি মামলা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। কক্সবাজারে এক কর্মশালায় তিনি বলেন, বিএনপি দাবি করে তাদের শাসনামলে প্রায় ৬০ লাখ গায়েবি মামলা হয়েছিল, যার ৯৯ শতাংশ দায়ের করেছিল পুলিশ। এখনো গায়েবি মামলা চলছে, যেখানে মৃত বা বিদেশে থাকা ব্যক্তিদের আসামি করা হচ্ছে। তিনি এনজিওগুলোর নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন।

অন্যদিকে, রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি নেমেছে আজ রাত সাড়ে আটটার দিকে। টানা তাপদাহে অস্থির নগরবাসী কিছুটা স্বস্তি পেয়েছে এই বৃষ্টিতে। আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *