জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিন বছরের সাজা পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান (Dr. Zubaida Rahman) হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। একই সঙ্গে তার দণ্ডের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।
বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জুবাইদার পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী এসএম শাহজাহান, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল। শুনানিকালে তাদের সঙ্গে আরও ছিলেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া ও অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ।
অন্যদিকে রাষ্ট্রপক্ষ তথা দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আসিফ হাসান।
জানা গেছে, আগেই নিম্ন আদালত জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায়। রায়ের বিরুদ্ধে আপিল করে তিনি জামিনের আবেদন করেন। হাইকোর্ট এদিন সেই জামিন মঞ্জুর করেন এবং আপিলটি গ্রহণ করে পরবর্তী শুনানির জন্য তালিকাভুক্ত করেন।
আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের এই আদেশের ফলে আপাতত জুবাইদা রহমান কারাগারে যেতে বাধ্য নন এবং মামলার মূল আপিলের শুনানি পর্যন্ত তিনি জামিনে থাকবেন।
বিএনপিপন্থী আইনজীবীদের মতে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা এবং উচ্চ আদালতের আদেশে ন্যায়বিচারের আশা আরও জোরদার হলো। অন্যদিকে, দুদক পক্ষ এখনো এ রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়ে কোনো মন্তব্য দেয়নি।