যমুনায় বৈঠকে বসার বিষয়ে সিদ্ধান্ত এখনও নেয়নি বিএনপি: সালাহউদ্দিন

দেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)। ইতোমধ্যে বৈঠকের আমন্ত্রণ পেয়েছে বিএনপি (BNP), তবে তারা এখনো সিদ্ধান্ত নেয়নি বৈঠকে অংশ নেবে কি না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ (Salahuddin Ahmed) এক বিবৃতিতে জানান, ‘‘আগামীকাল সন্ধ্যা ৭টায় যমুনায় বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা এখনো সিদ্ধান্ত নিইনি, অংশ নেব কি না, পরে জানানো হবে।’’

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শনিবার সন্ধ্যায় বিএনপির সঙ্গে এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে পৃথকভাবে বৈঠকে বসবেন ড. ইউনূস।

এর আগে বৃহস্পতিবার রাত থেকেই গুঞ্জন ছড়ায় যে, রাজনৈতিক চাপের মুখে প্রধান উপদেষ্টা হয়তো পদত্যাগ করতে পারেন। এতে রাজনীতিতে নতুন করে আলোচনার ঢেউ ওঠে। এই প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চান না।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘আমরা গত কিছুদিন ধরে চেষ্টা করেছি তার সঙ্গে বৈঠক করতে, অন্তত পাঁচ-ছয়বার সময় চেয়েছি। কিন্তু সময় মেলেনি। এখন আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে, সেটা বিবেচনা করছি।’’

এদিকে বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে দলটির আমির প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক আহ্বানের আহ্বান জানান। এর কয়েক ঘণ্টার মধ্যেই জামায়াতের কাছেও বৈঠকের আমন্ত্রণ যায় বলে জানা গেছে।

রাজনৈতিক অঙ্গনে এই দুই দলের সঙ্গে বৈঠক আয়োজনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ সংলাপের সূচনা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে বিএনপি যোগ না দিলে ঐক্যমতের পথ কতদূর এগোবে, তা নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *