সচিবালয়ে বিক্ষোভ ঘিরে মোতায়েন সোয়াত, সাংবাদিক প্রবেশেও নিষেধাজ্ঞা

সরকারি চাকরির নিয়মে পরিবর্তন আনতে সদ্য জারি করা ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ (Government Service [Amendment] Ordinance 2025) বাতিলের দাবিতে চলমান বিক্ষোভ ঘিরে রাজধানীর সচিবালয়ে সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ের প্রধান ফটকে কড়া নিরাপত্তা দেখা গেছে, যেখানে মোতায়েন রয়েছে সোয়াত (SWAT)-এর সদস্যরাও।

সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, সচিবালয়ে কেবলমাত্র কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের অনুমতি থাকলেও সাংবাদিকসহ অন্য কেউ ঢুকতে পারছেন না। এমনকি পাসধারী সাংবাদিকদেরও ফটকে আটকে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১২টার দিকে সাংবাদিক প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা আগে থেকেই পূর্বঘোষিত ছিল। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Home Affairs) থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আজ মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ থাকবে।

সচিবালয়ের ভেতরে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা তিন দিন ধরে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আজও সকাল থেকে তারা নতুন বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে, আন্দোলন আরও সংগঠিত করতে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সব সংগঠন একত্র হয়ে গঠন করেছে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ (Bangladesh Secretariat Officers and Employees Unity Forum)। এই প্ল্যাটফর্মের ব্যানারেই এখন থেকে সব কর্মসূচি চালানো হবে বলে তারা জানিয়েছেন।

তাদের পক্ষ থেকে দেশের সব সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে সচিবালয়ের বাইরে একই ধরনের কর্মসূচি পালনের। ফলে আন্দোলন ঢাকায় সীমাবদ্ধ না থেকে সারা দেশেই ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সচিবালয়কে কেন্দ্র করে এমন কড়া নিরাপত্তা ও মিডিয়ার প্রবেশে বিধিনিষেধ—এই দুইয়ের সমন্বয় ইঙ্গিত দিচ্ছে প্রশাসনের উদ্বেগের মাত্রা কতটা গভীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *