‘জুলাই গণঅভ্যুত্থান’-এর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই কর্মসূচির পথেই রাস্তার পাশে দাঁড়িয়ে কাঠাল খেতে দেখা গেছে দলটির শীর্ষ নেতা নাহিদ, হাসনাত, সার্জিস ও অন্যদের। মুহূর্তেই সেই ছবি-ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যেখানে অনেকেই বলছেন—”এরা সত্যিই সাধারণের কাতারে।”
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু হয়। এরপর নেতাকর্মীরা কুড়িগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন। দীর্ঘ যাত্রাপথে এক পর্যায়ে গাড়ি থামিয়ে রাস্তায় বিশ্রাম নেন তারা। আর সেই সময়েই রাস্তায় দাঁড়িয়ে কাঠাল খেতে দেখা যায় নাহিদ, হাসনাত, সার্জিস ও অন্যান্যদের।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, হাসনাত আব্দুল্লাহ নিজ হাতে কাঠাল ভেঙে অন্যদের দিচ্ছেন। নাহিদ ও সার্জিস কাঠাল হাতে নিয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তা খাচ্ছেন। সাধারণ মানুষের মতো এমন আচরণ রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে অনেক সময়েই বিরল হয়ে পড়ে—এজন্য এই দৃশ্য অনেকের নজর কেড়েছে।
ছবির নিচে একজন লিখেছেন, “এদের মধ্যে অহংকার নেই, তার প্রমাণ এই দৃশ্য।” আরেকজন বলেন, “গাড়ি থেকে নেমে কাঠাল খাওয়ার মতো সাধারণ হতে পারাই রাজনীতির বড় শক্তি।”
তবে সকলেই যে প্রশংসায় ভেসেছেন তা নয়। কেউ কেউ মন্তব্য করেছেন, “পিআর নাটক”, “ক্যামেরার জন্য তৈরি করা দৃশ্য”—এমন কথাও উঠে এসেছে কমেন্ট বক্সে।
নাহিদ-হাসনাতদের এই কাঠাল খাওয়া যেন রাজনৈতিক কর্মসূচির এক অনানুষ্ঠানিক প্রতিচ্ছবি হয়ে উঠেছে—যেখানে রাজনীতির সাথে মিশে গেছে এক টুকরো জীবন, এক টুকরো স্বাভাবিকতা।