জাতীয় রাজস্ব বোর্ড (National Board of Revenue – NBR) প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাগেজ বিধিমালায় গুরুত্বপূর্ণ ছাড় দিয়ে নতুন ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’ কার্যকর করেছে। মোবাইল ফোন ও স্বর্ণালংকার আনার ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়েছে।
সংশোধিত ব্যাগেজ রুলস কার্যকর
বুধবার (২ জুলাই) থেকে সংশোধিত ব্যাগেজ বিধিমালা কার্যকর হয়েছে। এনবিআর জানায়, গত ২ জুন নতুন রুলস জারির পর প্রবাসী ও মাঠপর্যায়ের বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে এটি সংশোধন করা হয়।
মোবাইল ফোনে বাড়তি সুবিধা
নতুন বিধিমালায় বলা হয়েছে, সাধারণ যাত্রীরা এখন প্রতি বছর একটি নতুন মোবাইল ফোন শুল্কমুক্তভাবে আনতে পারবেন।
এছাড়া, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি – BMET) কার্ডধারী এবং কমপক্ষে ৬ মাস বিদেশে অবস্থানকারী প্রবাসীরা বছরে দুটি নতুন মোবাইল আনতে পারবেন, কোনো শুল্ক ছাড়াই।
স্বর্ণ ও রৌপ্য অলংকারে ছাড়
যাত্রীরা এখন বছরে একবার ১০০ গ্রাম স্বর্ণালংকার অথবা ২০০ গ্রাম রৌপ্য অলংকার আনতে পারবেন, কোনো শুল্ক-কর ছাড়াই।
স্বর্ণবার আনার শর্ত
সংশোধিত বিধিমালায় প্রতি ৫ হাজার টাকা শুল্ক-কর দিয়ে বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনার অনুমতি দেওয়া হয়েছে।
ঘোষণা বাধ্যতামূলক
ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে যাত্রীরা যেন শুল্ক ফাঁকি না দিতে পারেন, এজন্য কাস্টমস হল ত্যাগের আগে অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।
পূর্বের সুবিধা বহাল
এনবিআর জানিয়েছে, সংশোধিত অংশ ব্যতীত অন্যান্য ব্যাগেজ সুবিধা পূর্বের মতোই বহাল থাকবে।
সরকারের সিদ্ধান্তের পেছনে প্রবাসীদের দাবি
প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই এই সংশোধন আনা হয়েছে বলে জানিয়েছে এনবিআর। এতে একদিকে প্রবাসীরা যেমন সুবিধা পাবেন, অন্যদিকে শুল্ক ফাঁকি রোধে কাস্টমস বিভাগ আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।