বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)-এর মধ্যে। সরকারের পক্ষ থেকে ‘না যাওয়ার’ পরামর্শ পেয়েছে বিসিসিআই (BCCI), এমনটাই জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা।
ভারতীয় গণমাধ্যমকে ওই বোর্ডকর্তা বলেন, “সরকারের তরফ থেকে সফরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সফর বাতিল হতে পারে।” যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বোর্ড সূত্র বলছে, খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
বাংলাদেশ সফরের সূচি অনুযায়ী, ১৭ আগস্ট থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেওয়ার কথা ছিল ভারতের, এরপর ২৬ আগস্ট থেকে শুরু হতো সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু দেশটির বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারত সরকার সফরকে নিরাপদ মনে করছে না বলেই মনে করা হচ্ছে।
এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা না হলেও আভাস দেওয়া হয়েছে যে নিরাপত্তাজনিত শঙ্কাই সফর বাতিলের মূল কারণ হতে পারে। রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির দোহাই দিয়ে অনেক ক্ষেত্রেই আগে এমন সিদ্ধান্ত নিতে দেখা গেছে ভারত সরকারকে।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালে বাংলাদেশ সফরে গিয়েছিল ভারত। সে সফরে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেয়েছিল সফরকারী দল। সেই ধারাবাহিকতায় এবারের সিরিজ ঘিরেও উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু সরকারী ‘না’ নির্দেশনার ফলে এই বহুল প্রতীক্ষিত সফর বাতিল হওয়ার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে সফর স্থগিত বা বাতিল হলে তা দুই দেশের ক্রিকেট সম্পর্কেও একটি নেতিবাচক বার্তা পাঠাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।