“আমরা ৭১-এ স্বাধীনতা এনেছিলাম, কিন্তু সেই স্বাধীনতার সুফল জনগণ পায়নি”—এমন দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam) বলেছেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান আমরা কোনোভাবেই বেহাত হতে দেব না। এবার আমরা শুধু স্বাধীনতার রক্ষা নয়, সংস্কারও আনবো।”
শনিবার (৫ জুলাই) রাতে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ বক্তব্য দেন। রাত সাড়ে ৮টায় শুরু হওয়া এ সমাবেশে তিনি বলেন, “এই স্বাধীনতাকে আমরাই রক্ষা করবো। তবেই গণঅভ্যুত্থানের শহীদদের প্রকৃত মর্যাদা দেওয়া সম্ভব হবে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের তরুণ প্রজন্ম আজ বিকল্প নেতৃত্ব হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখন সময়, জনগণের সামনে সেই বিকল্প নেতৃত্ব এবং বিকল্প ইশতেহার তুলে ধরার। আমরা শুধু চাই জনগণ চিন্তা করে সিদ্ধান্ত নিক—কারা তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে।”
তিনি উল্লেখ করেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ এক ফ্যাসিবাদী শাসনের নিগড়ে বন্দী। “এই নওগাঁয় আমার ভাইয়ের রক্তও রাজপথে ঝরেছে। এক বছর পার হলেও এখনও কোনো বিচার হয়নি। আমরা বলছি, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নই আমাদের আন্দোলনের অন্যতম দাবি।”
সংবিধান পুনর্গঠনের ওপর জোর দিয়ে নাহিদ ইসলাম বলেন, “এই রাষ্ট্রকে পুনর্গঠন করতে হলে বিচারব্যবস্থা সংস্কার করতে হবে, নতুন সংবিধান দিতে হবে। জাতীয় নাগরিক পার্টি মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। আমরা বলবো না—এই করে দেবো, সেই করে দেবো। শুধু বলছি, সময়ের প্রয়োজনে আমরা রাজনৈতিক দল গঠন করেছি, কিন্তু মূল উদ্দেশ্য একটাই—দেশে সংস্কার আনতে হবে।”
এই পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম-সদস্যসচিব মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’-র পঞ্চম দিনে এই পথসভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party)। সন্ধ্যা ৭টার দিকে শহরের দয়ালের মোড় থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মীরা এবং পরে তা শেষ হয় নওজোয়ান মাঠে সমাবেশের মাধ্যমে।