মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) অভিযোগ করেছেন, একটি কুচক্রীমহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি (BNP)-কে ‘সংস্কার বিরোধী’ হিসেবে উপস্থাপন করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, “বিএনপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। আমাদের লক্ষ্য ও নীতিমালা নিয়ে কারও কোনো বিভ্রান্তি থাকার কথা নয়।”
রবিবার (৬ জুলাই) সকালে রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তার কথায়, এই অপপ্রচারের পেছনে কারা রয়েছে এবং কেনই বা তারা এমন প্রচারণা চালাচ্ছে—সেই প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ফখরুল বলেন, “আমাদের লক্ষ্য স্পষ্ট। গত ১৫ বছর ধরে শেখ হাসিনা গণতন্ত্রকে ছিনতাই করেছেন। আমরা সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছি।” তিনি স্পষ্ট করে দেন, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের সঠিক ধারায় নেই এবং সেই শক্তিকে সমর্থন করা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশন সম্পর্কেও মত দেন ফখরুল। তিনি জানান, কমিশন নিয়ে জনগণের যেমন প্রত্যাশা রয়েছে, তেমনি রয়েছে হতাশাও। তবে বিএনপি ঐকমত্যে পৌঁছাতে আগ্রহী এবং তাদের প্রতিনিধি দল যুক্তিযুক্তভাবে কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তার ভাষায়, “আমাদের উদ্দেশ্য কোনও পক্ষপাতদুষ্ট ফল নয়, বরং একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো।”
এছাড়াও আলোচনায় আসে ‘জুলাই ঘোষণাপত্র’। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি ইতোমধ্যে নিজেদের মতামত প্রদান করেছে, এবং এরপর আর কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে আলোচনার দরজা এখনো খোলা রয়েছে বলে তিনি জানান।
ফখরুলের বক্তব্যে স্পষ্ট—বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিকে বিভ্রান্তিকর প্রচারণার শিকার করা হচ্ছে। এর পেছনে সক্রিয় একটি মহল, যারা গণতন্ত্রের বিকাশ নয় বরং ধ্বংসের পথে এগোচ্ছে।