জাতীয় পার্টি (Jatiya Party) থেকে একযোগে বহিষ্কৃত হয়েছেন দলের তিন শীর্ষ নেতা—সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ (Anisul Islam Mahmud), কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার (ABM Ruhul Amin Howlader) এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু (Mujibul Haque Chunnu)। সোমবার (৭ জুলাই) দলের দফতর সম্পাদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ জুন জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়। ওই সভায় সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তোলে দলীয় নেতাকর্মীরা।
এরপর ২৮ জুন অনুষ্ঠিত দলের প্রেসিডিয়াম সভায় আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণে এই তিন নেতাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হবে।
চূড়ান্তভাবে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (GM Quader) গঠনতন্ত্র অনুযায়ী প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হক চুন্নুকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।