মালয়েশিয়ায় দুর্ঘটনার কবলে বাংলাদেশি শ্রমিক, মাটিচাপা থেকে উদ্ধার দুই ঘণ্টা পর

মালয়েশিয়ার নেগরি সেম্বিলান (Negeri Sembilan) রাজ্যের একটি শিল্পাঞ্চলে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছেন এক বাংলাদেশি শ্রমিক। পয়ঃনিষ্কাশন পাইপ বসানোর সময় হঠাৎ করে মাটি ধসে পড়লে তিনি চাপা পড়েন। প্রায় দুই ঘণ্টা পর উদ্ধারকর্মীদের নিরলস প্রচেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

সোমবার (৭ জুলাই) রাতে, নেগরি সেম্বিলানের বান্দার বারু নিলাইয়ের টেক পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। সেদিন রাত ৭টা ৪৪ মিনিটে মালয়েশিয়ার জরুরি সেবা কর্তৃপক্ষের কাছে এক ফোন কল আসে। খবর পেয়েই দ্রুত একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়।

উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানান, মাত্র ১৯ মিনিটের মধ্যে, অর্থাৎ রাত ৮টা ০৩ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু করে। টানা এক ঘণ্টার বেশি সময় ধরে চলা অভিযানে রাত ৯টা ২৮ মিনিটে ওই বাংলাদেশি শ্রমিককে মাটি থেকে জীবিত উদ্ধার করা হয়।

তার বয়স ৩৮ বছর হলেও, এখনো পর্যন্ত তার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনায় স্থানীয় কর্মীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নির্মাণ ও পাইপলাইন স্থাপনার কাজে নিরাপত্তা ঘাটতির অভিযোগ দীর্ঘদিন ধরেই আলোচিত হলেও, এমন ঘটনায় তা নতুন করে সামনে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, মালয়েশিয়ায় হাজার হাজার বাংলাদেশি শ্রমিক বিভিন্ন নির্মাণ, কৃষি ও কারখানায় কাজ করছেন। অনেকক্ষেত্রেই তাদের কাজের পরিবেশ নিরাপদ নয় বলে অভিযোগ রয়েছে। এমন দুর্ঘটনা সেই বাস্তবতাকেই আরও একবার সামনে আনলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *