আ.লীগ সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে, সম্পর্ক রাখা চলবে না: নার্গিস বেগম

আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরণের সম্পর্ক রাখার বিপক্ষে কঠোর অবস্থান জানালেন নার্গিস বেগম (Nargis Begum)। তার ভাষায়, “তাদের সুযোগ দিলে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে।” মঙ্গলবার (৮ জুলাই) যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকায় নগর মহিলা দলের এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন বিএনপির (BNP) এই ভাইস-চেয়ারম্যান।

নার্গিস বেগম সাফ জানিয়ে দেন—“আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, রক্তের সম্পর্ক থাকলেও না।” তিনি বলেন, এই সরকারকে আর কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। আমাদের লড়াই এখনও শেষ হয়নি; এই লড়াই শেষ করতে হবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়েই।

তিনি আরও বলেন, “নির্বাচন হতেই হবে, না হলে দেশ আবার অনিরাপদ অবস্থার দিকে চলে যাবে। হাসিনার দোসররা এখন আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আইন-শৃঙ্খলা বাহিনীও এখন নীরব, কারণ দেশে নির্বাচিত সরকার নেই। এই মুহূর্তে সবাইকে সতর্ক থাকতে হবে।”

নারীদের রাজনৈতিক সচেতনতা ও ভূমিকা নিয়েও কথা বলেন নার্গিস বেগম। তার ভাষায়, “দেশের অর্ধেক জনগণ নারী, যারা নীরবে সমাজে পরিবর্তন আনে। রাজনীতিতেও তারা একইভাবে অবদান রাখতে পারে, যেটি বেগম খালেদা জিয়া প্রমাণ করে গেছেন।”

এই সমাবেশের সভাপতিত্ব করেন নগর মহিলা দলের সভাপতি লুৎফুন্নাহার লাবনী। আরও বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ প্রমুখ।

সমাবেশে বক্তারা সরকারবিরোধী আন্দোলন জোরদারের আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *