পাঞ্জাবির পকেটে কোটি টাকার সোনা, বিমানবন্দরে পায়চারি, অতঃপর…

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও সোনা চোরাচালানের নাটকীয় ঘটনা। পাঞ্জাবির পকেটে কোটি টাকার সোনার গহনা নিয়ে পায়চারি করছিলেন দুই ব্যক্তি। তবে শেষরক্ষা হয়নি—তাদের হাতেনাতে ধরে ফেলেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (Airport Armed Police Battalion)

এপিবিএন জানায়, আটককৃতরা হলেন মো. হাছান (৩৯) ও মো. শাহাজান (৪৯)। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে বিমানবন্দরের আগমনী এক নম্বর ক্যানোপি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় তাদের। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তৎপর হয়ে তাদের আটক করে।

পরবর্তীতে এপিবিএনের নিজস্ব কার্যালয়ে নিয়ে তল্লাশি চালানো হলে বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য। মো. হাছানের পাঞ্জাবির পকেট থেকে উদ্ধার হয় ৫০২ গ্রাম এবং মো. শাহাজানের পাঞ্জাবির পকেট থেকে পাওয়া যায় ৩৯৪ গ্রাম ওজনের সোনার গহনা। সবমিলিয়ে ৮৯৬ গ্রাম, যার মধ্যে রয়েছে ২১ ও ২২ ক্যারেটের সোনা।

মোহাম্মদ মোজাম্মেল হক (Mohammad Mozammel Haque), এপিবিএনের অপারেশনাল কমান্ডার, জানান—এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরেই চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। তারা মূলত বিভিন্ন দেশ থেকে আগত অজ্ঞাতপরিচয় যাত্রীদের মাধ্যমে সোনা সংগ্রহ করে বাংলাদেশে নিয়ে আসতেন এবং রিসিভারের ভূমিকায় কাজ করতেন।

তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং চোরাচালান চক্রের মূল হোতাদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনা ফের প্রশ্ন তোলে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ও চোরাচালান সিন্ডিকেটের সক্ষমতা নিয়ে। কোটি টাকার সোনা যখন পাঞ্জাবির পকেটেই চলাচল করে, তখন সাধারণ যাত্রী নিরাপত্তার বিষয়ে অনেকে ভাবতে বাধ্য হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *