ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠা জমা দিয়েও নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ এনসিপি

নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) ৪৩ হাজার ৩১৬ পাতার ডকুমেন্ট জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)। ফলে দলটিকে আরও নথিপত্র জমা দিয়ে ঘাটতি পূরণের জন্য ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ (KM Ali Newaz)। তিনি জানান, নিবন্ধন প্রত্যাশী দলগুলোর মধ্যে প্রথম ধাপে ৬২টিকে চিঠি দেওয়া হবে। এরপর ধাপে ধাপে বাকি দলগুলোকেও চিঠি পাঠানো হবে। যেসব দল প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছে, তাদের ১৫ দিনের মধ্যে সব ঘাটতি পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হবে।

এর আগে, জুন মাসের শেষদিকে ট্রাকে করে বিশাল পরিমাণ নথিপত্র নিয়ে নির্বাচন কমিশনে হাজির হয় এনসিপি। সেদিন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী জানান, ইসির সব শর্ত পূরণ করেই তারা আবেদন করেছেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

ইসির দেওয়া নিবন্ধন শর্ত অনুযায়ী, একটি নতুন রাজনৈতিক দলকে অবশ্যই:
– সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে,
– কার্যকর কমিটি থাকতে হবে অন্তত এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়,
– ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ দিতে হবে,
– দলীয় প্যাডে দরখাস্তসহ দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), বিধিমালা, লোগো, পতাকার ছবি, কেন্দ্রীয় কমিটির তালিকা এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ জমা দিতে হবে।

এই বিশাল সংখ্যক শর্ত পূরণে যতটা চেষ্টা করেছে এনসিপি, বাস্তবে তা ইসির মানদণ্ডে পুরোপুরি উত্তীর্ণ হয়নি। তবে কমিশনের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে, তারা কারও নিবন্ধন বাতিল করেনি—সময়সীমার মধ্যে ঘাটতি পূরণ করা হলে আবেদন আবার বিবেচনায় নেওয়া হবে।

বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। এই সংখ্যা বাড়াতে আগ্রহী অনেক নতুন দলই আবেদন করেছে, তবে ইসির কঠোর শর্তের মুখে টিকে থাকা সহজ নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *