দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের মতো মৌলিক রাজনৈতিক সংস্কার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে দলগুলোর সঙ্গে আলোচনার পর এই তথ্য জানান জাতীয় ঐকমত্য কমিশন (National Consensus Commission)-এর সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ (Ali Riaz)।
বৈঠকে দ্বিকক্ষ পার্লামেন্টের উচ্চকক্ষ সংক্রান্ত বিষয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। কেউ চায় ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন, কেউ চায় আসনের সংখ্যার ভিত্তিতে। আবার কেউ তাদের আগের অবস্থানেই অনড়, কেউ কেউ পরিবর্তন এনেছে। ফলে দলগুলো সিদ্ধান্ত না নিয়ে এ দায়িত্ব এখন ঐকমত্য কমিশনের ওপর ছেড়ে দিয়েছে।
ড. আলী রীয়াজ বলেন, “বহুবার আলোচনার পরেও দ্বিকক্ষ পার্লামেন্টের উচ্চকক্ষ নিয়ে দলগুলোর মধ্যে সমঝোতা হয়নি। তাই আমরা নিজেরাই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব।”
তিনি আরও জানান, সংখ্যাগরিষ্ঠ দল ও জোট দ্বিকক্ষ সংসদ গঠনে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তবে প্রক্রিয়াগত ও কাঠামোগত দিকগুলোতে ভিন্নমত থাকায় সুনির্দিষ্ট কোনো ফর্মুলায় আসা যায়নি।
প্রসঙ্গত, জাতীয় ঐকমত্য কমিশন ধারাবাহিকভাবে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশের রাজনৈতিক কাঠামো সংস্কারের লক্ষ্যে। আজকের বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল তিনটি—দ্বিকক্ষ সংসদ, সংবিধান সংশোধন, এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব।
তবে ড. রীয়াজ জানান, সময় স্বল্পতার কারণে সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলাদা করে আলোচনা করা সম্ভব হয়নি। এই বিষয়ে ভবিষ্যতে আরও সময় নিয়ে আলোচনা হবে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্চকক্ষ প্রতিষ্ঠা জাতীয় রাজনীতিতে একটি ‘গভীর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন’। তাই দ্রুত আলোচনার মাধ্যমে আগামী সপ্তাহের শুরুতেই কমিশন তাদের অবস্থান পরিষ্কার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. রীয়াজ।
অন্যদিকে, বিএনপিসহ কিছু রাজনৈতিক দল জানিয়েছেন, তারা কমিশনের সিদ্ধান্ত দেখার পরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।