আট উপদেষ্টার ‘সীমাহীন দূর্নীতি’ নিয়ে সাবেক সচিবের বক্তব্য প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার

সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আবদুস সাত্তার (A B M Abdus Sattar) সম্প্রতি কিছু উপদেষ্টার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, তা দৃঢ়ভাবে নাকচ করেছে অন্তর্বর্তী সরকার। আজ শনিবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ (Sheikh Abdur Rashid) স্বাক্ষরিত এক বিবৃতিতে সরকারের এই অবস্থান জানানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে পাঠানো ওই বিবৃতি ইতিমধ্যে গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

সরকারের বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন আমাদের দৃষ্টিগোচর হয়েছে, যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আবদুস সাত্তার নাম উল্লেখ না করেই কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। আমরা এই অভিযোগগুলো স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। কোনো প্রমাণ না দিয়ে বা সংশ্লিষ্টদের পরিচয় প্রকাশ না করে এভাবে অভিযোগ তোলা দায়িত্বজ্ঞানহীন এবং জনআস্থার জন্য ক্ষতিকর।”

এ বি এম আবদুস সাত্তার, যিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন, গতকাল শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে দাবি করেন—অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ তাঁর কাছে আছে। অবসরপ্রাপ্ত এই সচিবের অভিযোগ, ওই উপদেষ্টাদের অনুমতি ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলি সম্ভব নয়। তবে তিনি কারও নাম প্রকাশ করেননি।

এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা স্বচ্ছতা, সততা এবং জবাবদিহিতার প্রতি অঙ্গীকারবদ্ধ। যদি জনাব আবদুস সাত্তারের কাছে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে, তাঁকে অনুরোধ করছি তা অবিলম্বে যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে জমা দিতে। প্রমাণ ছাড়া ঢালাও অভিযোগ জনপরিসরে বিভ্রান্তি সৃষ্টি করে, যা সমীচীন নয়।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *