গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা শেখ মুজিবুর রহমান (Sheikh Mujibur Rahman)-এর সমাধিস্থলে হামলার আশঙ্কা নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল (The Wall) দাবি করেছে, জাতীয় নাগরিক পার্টি (National Citizens’ Party – NCP)-র ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে ঘিরে এই নাশকতার পরিকল্পনা করা হচ্ছে।
আগামীকাল বুধবার (১৬ জুলাই) এনসিপি গোপালগঞ্জ অভিমুখে এই কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে। দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম গতকাল ফেসবুকে লেখেন, “১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ।” এনসিপি সূত্র এই কর্মসূচিকে শান্তিপূর্ণ বললেও, ভারতীয় মিডিয়ার বরাত দিয়ে বলা হচ্ছে—এই কর্মসূচির আড়ালে থাকতে পারে ভয়াবহ হামলার ছক।
দ্য ওয়ালের প্রতিবেদনে জানানো হয়, আওয়ামী লীগের ভেতর থেকে সতর্কবার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে—শেখ মুজিবুর রহমানের সমাধি শুধু একটি কবরস্থান নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। সেই সমাধিস্থলে হামলার পরিকল্পনা করছে এনসিপি, জামায়াতে ইসলামি ও বিএনপি ঘনিষ্ঠ কিছু গোষ্ঠী।
আতঙ্ক ও সতর্কবার্তা
আওয়ামী লীগ ইতোমধ্যে গোপালগঞ্জ ও আশপাশের জেলাগুলোর নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার বার্তা দিয়েছে। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বার্তা ঘুরে বেড়াচ্ছে বলে জানিয়েছে দ্য ওয়াল। সেখানে আরও বলা হয়েছে, “ধানমণ্ডি ৩২ নম্বর বাড়ির মতো ঘটনা যেন আর না ঘটে”—এই উদ্বেগ থেকে টুঙ্গিপাড়ায় তৎপরতা জোরদার করা হয়েছে। সমাধিস্থলে সেনা-পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও পাহারায় রয়েছেন।
বিশ্বস্ত সূত্রের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে, এনসিপি ও জামায়াতের সশস্ত্র সদস্যরা গোপালগঞ্জে আশ্রয় নিচ্ছে। বরিশাল ও পিরোজপুর থেকে কর্মী এনে জনবল বাড়ানোর পরিকল্পনাও করছে তারা। এই অভিযানের নেতৃত্বে থাকতে পারেন জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে তারেক সাঈদ।
এনসিপির নীরবতা
এই গুরুতর অভিযোগ নিয়ে এনসিপির কেন্দ্রীয় একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও, কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। ফোনে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি।