‘শহীদদের রক্তে রাজনীতি হচ্ছে’—জুলাই-আগস্ট অভ্যুত্থান নিয়ে বিএনপির ক্ষোভ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত এক মৌন মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মির্জা আব্বাস (Mirza Abbas)। তার অভিযোগ, ঐতিহাসিক এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে ব্যবহার করে এখন রাজনৈতিক ব্যবসা চলছে।

শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপি (BNP)-র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মির্জা আব্বাস বলেন, “শহীদরা আজ লজ্জা পাচ্ছেন—তারা কী উদ্দেশ্যে জীবন দিয়েছিলেন, এখন তা আর হচ্ছে না। কিছু দল তাদের আত্মত্যাগ নিয়ে রাজনীতি করছে, বিক্রি করছে শহীদদের ইতিহাস।”

সমাবেশের আয়োজক ছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলটির আহ্বায়ক রফিকুল আলম মজনু এর সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এর সঞ্চালনায় এ সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। মঞ্চ হিসেবে ব্যবহৃত হয় একটি ট্রাক। সমাবেশ শেষে বিকেল ৫টার দিকে মৌন মিছিল শুরু হয়, যা নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল ও মৌচাক হয়ে শেষ হয় মালিবাগের আবুল হোসেন হোটেলের সামনে গিয়ে।

সরকারের সমালোচনায় সরব হয়ে মির্জা আব্বাস বলেন, “এই অন্তর্বর্তী সরকারকে বলবো, দয়া করে পক্ষপাত বন্ধ করুন। একটি দলকে আপনি কোলে রেখেছেন, আরেক দলকে রেখেছেন কাঁখে।”

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আন্দোলনের শহীদদের স্মরণে এই মিছিল ও বক্তব্য ছিল দলটির পক্ষ থেকে একটি প্রতীকী প্রতিবাদ এবং ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ভারসাম্যহীনতার অভিযোগ তোলার সুযোগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *