বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তাদের প্রথম জাতীয় সমাবেশ শুরু করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে। আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে, অনুষ্ঠানের সূচনা হয় ইসলামী সংগীতশিল্পী ও গীতিকার সাইফুল্লাহ মানসুরের সঞ্চালনায়।
এই সাংস্কৃতিক পর্বে মঞ্চে ওঠে সাইমুম শিল্পীগোষ্ঠী (Saifum Cultural Group), যারা পরিবেশন করছে ইসলামী ভাবধারার সংগীত। পাশাপাশি রাজধানী ও বিভাগীয় পর্যায়ের অন্যান্য সাংস্কৃতিক সংগঠনগুলোরও অংশগ্রহণের কথা রয়েছে এই পর্বে।
সমাবেশকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই রাজধানীমুখী মানুষের স্রোত লক্ষ্য করা যায়। আজ সকাল থেকে হাজার হাজার জামায়াতপন্থী নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশস্থলে এসে জড়ো হন। ফলে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়, এমনকি উদ্যানের বাইরেও ব্যাপক লোকসমাগম দেখা গেছে।
এই জাতীয় সমাবেশকে কেন্দ্র করে দলটি ঘোষণা করেছে সাত দফা দাবি। দাবিগুলোর মূল সুর হলো নির্বাচন ও রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে:
– অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা
– সব গণহত্যার বিচার
– প্রাসঙ্গিক মৌলিক সংস্কার বাস্তবায়ন
– ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র কার্যকর করা
– জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন
– সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন
– এক কোটির বেশি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণ
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমাবেশের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর একটি পূর্ণাঙ্গ ও সংগঠিত জনসমাবেশের মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থান জানান দিচ্ছে জামায়াত। এছাড়া সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততা পুনরুদ্ধারের এই চেষ্টাকে দলটির পুনরায় মাঠে ফেরার ঘোষণা হিসেবেও দেখা হচ্ছে।