বিএনপি (BNP) নেতা সালাহউদ্দিন আহমেদকে ‘নব্য গডফাদার’ বলে কটাক্ষ করায় উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার। শনিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে আয়োজিত পথসভায় এই মন্তব্য করেন এনসিপি (NCP)-র মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী (Nasiruddin Patwari)।
বক্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল শামীম ওসমান, তেমনি এখন কক্সবাজারে শুনছি শিলং ফেরত নতুন গডফাদার এসেছেন—ঘের দখল করছেন, জায়গা-জমি দখল করছেন, চাঁদাবাজি করছেন।”
এই মন্তব্যের পরপরই ক্ষোভে ফেটে পড়ে কক্সবাজার জেলা ও উপজেলা বিএনপি। শহরজুড়ে দফায় দফায় প্রতিবাদ মিছিল করেন নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এনসিপি পূর্বনির্ধারিত ঈদগাঁও পথসভা বাতিল করে।
চরম উত্তেজনার মধ্যেই চকরিয়ায় এনসিপির একটি মঞ্চ ভাঙচুর করেন বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনী। তারা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এনসিপি নেতাদের নিরাপত্তায় ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। চকরিয়ার পূর্বনির্ধারিত সমাবেশও শেষ পর্যন্ত বাতিল করা হয়।
স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করছেন, এই ধরনের উসকানিমূলক বক্তব্য মূলত রাজনৈতিকভাবে বিএনপিকে বিতর্কিত ও বিপর্যস্ত করার কৌশল। তারা এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন উত্তেজনাকর পরিস্থিতি কক্সবাজারের মাঠ রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষত, শিলং থেকে ফেরার পর বিএনপির শীর্ষ নেতৃত্বে সালাহউদ্দিন আহমেদের ভূমিকা এবং গ্রহণযোগ্যতা নিয়ে চলমান অভ্যন্তরীণ বিতর্ক এই ঘটনার মাধ্যমে আরও প্রকাশ্য হয়ে উঠল।