ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের বহু প্রতীক্ষিত নির্বাচনের তফসিল অবশেষে ঘোষণা করেছে প্রশাসন। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল প্রকাশ করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ জুলাই প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। আপত্তি জানানো যাবে ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। এরপর ১১ আগস্ট বিকেল ৪টায় প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা।
মনোনয়ন ও প্রার্থী তালিকার সময়সূচি:
১২ আগস্ট থেকে শুরু হয়ে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট দুপুর ৩টা। মনোনয়ন যাচাই হবে ২০ আগস্ট এবং প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ আগস্ট দুপুর ১টায়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ২৬ আগস্ট বিকেল ৪টায় প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা।
ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ:
নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ফলাফল প্রকাশ করা হবে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই—হল সংসদের ফলাফল ঘোষণা হবে সংশ্লিষ্ট কেন্দ্রে, আর ডাকসুর ফল ঘোষণা হবে সিনেট ভবনের সম্মেলনকক্ষে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন জানিয়েছেন, পরিচয়পত্র ও পে স্লিপ ছাড়া কেউ ভোট দিতে পারবেন না।
ভিন্ন আঙ্গিকে এবারকার ভোটের আয়োজন:
এইবারই প্রথমবারের মতো নির্ধারিত ভোটকেন্দ্র অনুযায়ী হলভিত্তিক ভোটারদের ভাগ করে দেওয়া হয়েছে ছয়টি কেন্দ্রে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার অধ্যাপক গোলাম রাব্বানী। প্রতিটি ভোটকেন্দ্রে কোন কোন হলের শিক্ষার্থীরা ভোট দেবেন, তা বিস্তারিতভাবে জানানো হয়েছে:
- কার্জন হল কেন্দ্র: ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, ফজলুল হক হল।
- শারীরিক শিক্ষাকেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল।
- ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): রোকেয়া হল, শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হল।
- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
- সিনেট ভবন কেন্দ্র: স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল, বিজয় একাত্তর হল।
- উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: মাস্টার দা সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, কবি জসীম উদ্দীন হল।
নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে প্রবল আগ্রহ ও প্রত্যাশা। প্রার্থীদের তালিকা চূড়ান্ত হওয়ার পরই প্রচার-প্রচারণা শুরু হবে পুরোদমে। একইসঙ্গে নানা ছাত্রসংগঠন, দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা প্রস্তুতি নিতে শুরু করেছে আগাম নির্বাচনী লড়াইয়ের জন্য।