এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই যেখান থেকে এনসিপি চাঁদা তোলে নাই : ববি হাজ্জাজ

ঢাকা শহরে এমন কোনো বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই যেখান থেকে এনসিপি চাঁদা নেয়নি—এমন মন্তব্য করেছেন ববি হাজ্জাজ (Boby Hajjaj), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান। সম্প্রতি এক টক শোতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ তোলেন এবং রাজনীতির অর্থনৈতিক বাস্তবতা নিয়ে খোলামেলা বক্তব্য দেন।

ববি হাজ্জাজ বলেন, “রাজনীতি অনেক বড় পরিসরের বিষয়, এখানে বিস্তৃতভাবে কাজ করতে হয়। আর সেই পরিসরে কাজ চালাতে অনুদানের প্রয়োজন হয়। কিন্তু প্রশ্ন হলো—কে আপনাকে অনুদান দেবে, আর কেন দেবে?” তিনি উল্লেখ করেন, তার দল গত আট বছর ধরে এবং তিনি ব্যক্তিগতভাবে গত পনের বছর ধরে রাজনীতিতে আছেন, এ সময়ে তারা নানা কষ্টের মধ্য দিয়ে পথ পাড়ি দিয়েছেন।

তিনি জানান, অনেক বন্ধু ও আত্মীয়-স্বজন তাদের কষ্টের সাক্ষী হয়ে দলে যোগ দিয়েছেন এবং স্বেচ্ছায় অনুদান দিয়েছেন। দলকে সমর্থন করা সাধারণ সমর্থকরাও ছোটখাটো অনুদান দিয়ে থাকেন। তবে নতুন কোনো রাজনৈতিক শক্তি গড়ে তুলতে গেলে শুরুতে বড় আকারের অনুদান পাওয়া কঠিন—ফলে অনেকেই অসৎ উপায়ে অর্থ সংগ্রহে ঝুঁকে পড়ে।

“অসৎ উপায়ে যাওয়ার প্রয়োজন নেই, যদি রাতারাতি ক্ষমতায় যেতে না চান,” বলেন ববি হাজ্জাজ। তিনি মনে করেন, ধীরে ধীরে সমর্থন এবং শক্তি বাড়ানোই সঠিক পথ।

এনডিএম চেয়ারম্যান আরও জানান, “আজ আমার দল যে অবস্থানে আছে, আট বছর আগে যদি একই জায়গায় পৌঁছাতে চাইতাম, তবে আমাকেও অসৎ উপায়ে অনুদান নিতে হতো। আমরা একে বলি চাঁদা তোলা।” তার ভাষায়, এ ধরনের অর্থ সংগ্রহ রাজনৈতিক নৈতিকতা ও স্বচ্ছতার পরিপন্থী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *