ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজেদের প্যানেলে নারী শিক্ষার্থী ও সব ধর্মের মানুষের অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম (Jahidul Islam) বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘শিক্ষা সংস্কার প্রস্তাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
জাহিদুল ইসলাম বলেন, গত দেড় দশকে ছাত্ররাজনীতির নামে দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসগুলোতে যে ‘অপরাজনীতি’ চলছে, তার মানসিক অভিঘাত বা ট্রমা থেকে এখনো শিক্ষার্থীরা পুরোপুরি মুক্ত হতে পারেনি। এই ভীতির কারণেই অনেক সাধারণ শিক্ষার্থী ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তুলছে, যা ছাত্রশিবির সম্মান করে। তবে তিনি দাবি করেন, সংগঠনটি ভীতিকর রাজনীতির পরিবেশ দূর করে শিক্ষার্থীদের সুস্থ রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার জন্য কাজ করছে।
তিনি আরও বলেন, সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা যখন ছাত্ররাজনীতি চাওয়ার বিষয়ে একমত হবে, তখনই হল কমিটি গঠন করা হবে। তাঁর অভিযোগ, কিছু ছাত্র সংগঠনের নিজস্ব কোনো ইতিবাচক এজেন্ডা নেই, ফলে তারা অন্যান্য সংগঠনকে নিয়ে বিষোদগার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এসব নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করে শিক্ষার্থীবান্ধব ও সুস্থ ধারার কর্মসূচি গ্রহণের আহ্বান জানান শিবির সভাপতি।