বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু (Barkat Ullah Bulu) দাবি করেছেন, মুসলিম বিশ্বের ইতিহাসে হযরত ওমরের পর যদি কোনো সৎ, যোগ্য ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক এসে থাকেন, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (Ziaur Rahman)।
তিনি বলেন, “আপনারা লক্ষ্য করবেন, রাষ্ট্র পরিচালনার সময় জিয়াউর রহমান গলায় একটি ছোট্ট রুপার চেইনে ঝুলানো কবজ রাখতেন। কিন্তু সেটি কোনো সাধারণ কবজ নয়—এটি ছিল একখণ্ড কোরআন। ৩০ পারা কোরআন বুকে নিয়েই তিনি দেশ পরিচালনা করেছিলেন।”
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে লাকসাম, মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরকত উল্লাহ বুলু।
তিনি আরও বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন না, তাদের এ দেশে ভোট চাওয়া কিংবা নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার নেই। তার মতে, আইনশৃঙ্খলাসহ চলমান নানা সংকট কাটিয়ে ওঠার একমাত্র পথ হচ্ছে নির্বাচন, এবং নির্বাচিত সরকার ছাড়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব নয়।
এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন (Zakaria Taher Sumon), কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম (Abul Kalam), কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া (Mostak Miah), জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম (Ashiqur Rahman Mahmud Wasim) এবং অন্যান্য স্থানীয় নেতারা।