সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-র জন্মদিন উপলক্ষে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। শুক্রবার (১৫ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজার জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে তিনি উপস্থিত মুসুল্লিদের উদ্দেশে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, “বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপোষহীন নেত্রী। উনি যদি আপোষ করতেন, তাহলে এত বড় গণঅভ্যুত্থান হতো না, শেখ হাসিনার পতনও ঘটতো না। তিনি বর্তমানে অসুস্থ, তাই আমরা সবাই মন খুলে তার সুস্থতার জন্য দোয়া করি।”
দোয়া মাহফিল শেষে নদী ভাঙন সমস্যার প্রসঙ্গ তুলে মাসউদ জানান, নদী ভাঙনে ভূমিহীন বাজারের আশপাশের বহু এলাকা বিলীন হয়ে গেছে। তিনি সরকারের কাছে জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, হাতিয়াকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সব রাজনৈতিক দল একসঙ্গে কাজ করবে।
এদিন চেয়ারম্যান ঘাট এলাকায় নদী ভাঙনকবলিত এলাকায় জিওব্যাগ ডাম্পিং কাজও পরিদর্শন করেন আবদুল হান্নান মাসউদ। পরিদর্শনকালে জাতীয় নাগরিক পার্টির নোয়াখালীর সংগঠক কাজী তানভীর, ইয়াছিন আরাফাত, মেহেদী হাসান সীমান্ত, হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সামছল তিব্রিজ, ইউসুফ রেজাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।