যা ঘটলে নির্বাচনে অংশ নিবে না এনসিপি, সাফ জানিয়ে দিলেন হান্নান মাসুদ

বর্তমান সংবিধানের অধীনে কোনো নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party) অংশ নেবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই স্মৃতিচারণ পরিচালনা পর্ষদ’ আয়োজিত জুলাই স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাসউদ অভিযোগ করেন, “আমাদেরকে মূলা ধরিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে চুক্তি করে ড. মুহাম্মদ ইউনূস সেইফ এক্সিট নিতে চেয়েছেন। সব রাজনৈতিক দলকে উপেক্ষা করে একটি নির্দিষ্ট দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।”
তিনি আরও যোগ করেন, জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় জুলাই যোদ্ধাদের দেশদ্রোহী বানানোর অপচেষ্টা চলছে। “সরকার আমাদের ফাঁসিতে ঝুলাতে চায়, অথচ সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার,” বলেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ প্রসঙ্গে মাসউদ উল্লেখ করেন, এটি ১০৬ নম্বর অনুচ্ছেদের অধীনে বৈধতা পেলেও, সেই ধারায় নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়নি। “গর্তে ঢুকে পড়ে তারা এখন সেইফ এক্সিটের পথ খুঁজছে। তারপর রাজনৈতিক দলগুলোকে রাজি করিয়ে ১০৬ অনুচ্ছেদে নতুন বিধি যুক্ত করে হাইকোর্টের রায় এনে নির্বাচন করতে চায়,” তার অভিযোগ।

তিনি দাবি করেন, অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার নতুন সংবিধান দেওয়ার কথা ছিল, অথচ এখন তারা পুরোনো সংবিধানের অধীনে নির্বাচন চাচ্ছে। অতীতে যেভাবে নির্বাচন কমিশন গঠন হয়েছে, এবারও কি সেই ধারা চলবে—এ প্রশ্ন তোলেন তিনি।
“আমরা গণপরিষদ নির্বাচন চেয়েছি। কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি। এসব প্রশ্নের সমাধান এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচনে যাব না,” দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন মাসউদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদ-এর কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য আব্দুল জাহের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমান আরমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *