দুর্নীতির অভিযোগে সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন (Shahab Uddin) এবং তার পরিবারের নামে থাকা আটটি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছে আদালত। এসব হিসাবে বর্তমানে ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা জমা রয়েছে। একই সঙ্গে রাজধানীর উত্তরায় তার নামে থাকা পাঁচ কাঠা জমিও ক্রোকের (জব্দ) আদেশ দেওয়া হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩২ লাখ ৩৯ হাজার টাকা।
মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব (Md Zakir Hossain Galib) এর আদালত দুর্নীতি দমন কমিশন-দুদক (ACC)-এর আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. আলমগীর হোসেন (Md. Alamgir Hossain) আদালতে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, সাবেক এই মন্ত্রী এবং তার ছেলে জাকির হোসেন জুমনের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। অনুসন্ধানকালে তাদের নামে থাকা ব্যাংক হিসাবগুলোতে বিপুল অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, যা দুদকের ভাষায় ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’।
দুদকের দাবি, যে কোনো সময় এসব অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে। তাই মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা অনুযায়ী আটটি ব্যাংক হিসাব ফ্রিজ করা জরুরি হয়ে ওঠে। একইসঙ্গে উত্তরার জমি হস্তান্তর ঠেকাতেও আদালতের আদেশ প্রয়োজন ছিল।
এই মামলার আদেশের মাধ্যমে আবারও প্রশ্ন উঠে এসেছে, দীর্ঘদিন ধরে ক্ষমতার আড়ালে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের যে অভিযোগ রাজনৈতিক অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে, সেটি কতটা গভীরভাবে শিকড় গেড়ে বসেছে।