জুলাই মামলায়, সেই পুলিশের জামিন, শহীদ পরিবারের ক্ষোভ, নিজের পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ নজরুল

জুলাই গণহত্যার মামলায় আসামিদের জামিনকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর রাজপথ। শহিদ পরিবারের সদস্য ও আহতরা মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর থেকে ধারাবাহিক বিক্ষোভে নামেন এবং সরাসরি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল (Asif Nazrul)-এর পদত্যাগ দাবি করেন।

প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে সেখান থেকে মিছিল করে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

শহিদ পরিবারের অভিযোগ—অর্থের বিনিময়ে জুলাই হত্যাকাণ্ডের আসামিদের জামিন হচ্ছে, অথচ সরকার এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। নিহত শেখ শাহরিয়ারের বাবা আবদুল মতিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এক বছর ধরে বিচার চাইতে দ্বারে দ্বারে ঘুরছি। আইন মন্ত্রণালয়ের আশ্রয় নিয়েও আমাদের সঙ্গে প্রহসন করা হচ্ছে।” আহত আমিনুল ইসলাম আরও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “আবার যদি রাস্তায় নামতে হয়, পরিণতি ভালো হবে না।”

এই বিক্ষোভের প্রেক্ষিতে বিকেল সাড়ে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি লিখেছেন, শহিদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছে। এতে স্বাভাবিকভাবেই পরিবারগুলো ক্ষুব্ধ হয়েছে। তবে তার দাবি, এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।

তিনি আরও স্পষ্ট করেন, হাইকোর্ট দেশের উচ্চ আদালত, যা আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীনে নয়। জামিন বা অন্য কোনো আদেশ সরাসরি আদালতের এখতিয়ারভুক্ত, মন্ত্রণালয়ের নয়। এছাড়া তিনি জানান, ইতোমধ্যে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে জামিনের বিরুদ্ধে আপিল করা হয়েছে, এবং পরের দিনই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। জামিন বাতিল হলে পুলিশ ওই আসামিকে পুনরায় গ্রেপ্তার করবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিকে ঘটনাস্থলে দায়িত্ব পালন করা রমনা বিভাগের ডিসি মাসুদ আলম (Masud Alam) সাংবাদিকদের বলেন, শহিদ পরিবার ও আহতদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে অবরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *